Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২০

বরিশালে ব্রি উদ্ভাবিত সোলার প্যানেল পাম্পের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-12-21

 

ব্রি উদ্ভাবিত সোলার প্যানেল ভিত্তিক সোলার পাম্প, ধান মাড়াই যন্ত্র এবং সোলার হোম সিস্টেম স্থাপন, ব্যবহার রক্ষণাবেক্ষণের ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ১২ ডিসেম্বর বরিশালের ব্রির প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। সোলার পাম্প প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের কনসালটেন্ট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড.  মো. সিরাজুল ইসলাম। প্রকল্পের প্রধান গবেষক ড. বি এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হক। বৈজ্ঞানিক কর্মকর্তা  তানকি আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রি বরিশালের  ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. আবু সাঈদ  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি বলেন, সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে কৃষকরা অল্প খরচে পানিসেচ ধান মাড়াই করতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে ঘরে আলো জ্বালানো  এবং  ফ্যান চালানোসহ অন্যান্য বাড়তি সুবিধা। এতে  বিদ্যুৎ খরচ  সাশ্রয়ী হবে। তিনি আরো বলেন, এই সোলার প্যানেলের জন্য কোনো প্রাকৃতিক শক্তির দরকার হয় নানেই  কোনো  পেট্রোল-ডিজেলের  প্রয়োজনীয়তা। শুধু দরকার সূ্র্যের আলো। একটি প্যানেল সাধারণত ২০ বছর ব্যবহার করা যায়।

 

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা  পলাশ কুমার কুন্ডু,  এসও হাছিবুর রহমান হীরা , ঐশিক দেবনাথ, মো. সাইদুর রহমান খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে  বরিশাল সদর এবং বাকেরগঞ্জের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।